বারাকাহ কুরবানী প্রজেক্ট – ২০২৬

বারাকাহ কুরবানী প্রজেক্ট – ২০২৬

বারাকাহ কুরবানী প্রজেক্ট – ২০২৬

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আলহামদুলিল্লাহ! ন্যাচার রেঞ্চ এগ্রোর পক্ষ থকে আনন্দের সাথে জানাচ্ছি, ২০২৫-২০২৬ অর্থবছরের  “বারাকাহ কুরবানী প্রজেক্ট ২০২৬”-এ বিনিয়োগের দরজা উন্মুক্ত হয়েছে। এই প্রজেক্টে অংশ নিয়ে আপনারা একটি হালাল, নিরাপদ ও লাভজনক বিনিয়োগের অংশীদার হতে পারবেন, ইনশাআল্লাহ।

আমাদের লক্ষ্য শুধু মুনাফা নয়—বরং ইসলামি শরিয়াহ অনুযায়ী একটি স্বচ্ছ ও আস্থা-ভিত্তিক কৃষি উদ্যোগ গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, প্রচলিত বিনিয়োগ মাধ্যমের তুলনায় এই প্রজেক্টে আপনারা পাবেন অধিক লভ্যাংশ ও আত্মতৃপ্তি।

আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ার মাধ্যমে আমরা এগিয়ে যতে চাই একটি স্বচ্ছ, বিশ্বস্ত ও লাভজনক কৃষি-ভিত্তিক বিনিয়োগ প্ল্যাটফম এর উদাহরণযোগ্য মডেল হয়ে। আপনাকে এই যাত্রায় সাথী হিসেবে পেলে আমরা কৃতজ্ঞ থাকবো।

প্রজেক্টের নামঃ বারাকাহ কুরবানী প্রজেক্ট – ২০২৬

হালাল বিনিয়োগের মাধ্যমঃ মুদারাবা

প্রতি ইউনিট শেয়ারঃ ১,০০,০০০/- টাকা ( একজন সর্বোচ্চ ১০লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন )

প্রফিট সেয়ারিংঃ সকল খরচ বাদ দিয়ে যা নেট প্রফিট হবে তা পুরো ব্যাচের সকল অংশীদারদের মাঝে ৫০% বন্টন করা হবে এবং ন্যাচার রেঞ্চ এগ্রো পাবে ৫০%

প্রজেক্টের সময়সীমাঃ ৭ মাস

প্রজেক্ট শুরুঃ ০১/১১/২০২৫

প্রজেক্ট শেষঃ ৩১/০৫/২০২৬

ধাপ- ১ঃ আপনি প্রজেক্টে কত টাকা বিনিয়োগ করবেন তা নির্ধারণ করে জানানো হলে আমরা আপনার বিনিয়োগ পরিমাণ টাকার চুক্তিপত্র তৈরি করব। 

ধাপ- ২ঃ চুক্তি সম্পাদনের পর আমাদের অফিসিয়ালি ব্যাংক একাউন্টে বিনিয়োগের টাকা জমা দিতে হবে। 

ধাপ- ৩ঃ আপনার বিনিয়োগকৃত টাকা আমাদের একাউন্টে জমা হবার পর আমরা আপনাকে নিশ্চিত করব এবং চুক্তিপত্র আপনার কাছে হস্তান্তর করব।

ন্যাচার রেঞ্চ এগ্রো ব্যাচভিত্তিক প্রজেক্ট পরিচালনা করে থাকে, তাই একটি ব্যাচের নির্ধারিত গরুগুলো নিয়েই শুধু হিসাব করা হয়।

উক্ত ব্যাচের সকল খরচ বাদ দিয়ে তারপর লাভের হিসেব করা হয়। প্রজেক্টের মেয়াদ শেষে যদিবা কিছু গরু রয়েও যায় সেগুলো ন্যাচার রেঞ্চ এগ্রো বাজারদর অনুযায়ী ক্রয় করে নিয়ে ব্যাচটি হিসাব অবসান করে ফেলা হয়। 

তাই লাভ যাই আসুক ক্ষতি হবার সম্ভাবনা ক্ষীণ । 

যেহেতু আমরা ইসলামি শরিয়াহ অনুযায়ী অংশীদারিত্বমুলক বিনিয়োগ গ্রহণ করছি তাই আমরা সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রদান করতে পারিনা।  

লাভের অংক নির্ধারিত করলে সুদ হয়ে যাবে বিধায় লাভের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করার কোন সুযোগ নেই। আমরা সাধারনত সব খরচ বাদ দিয়ে মোট লভ্যাংশের ৫০% আমাদের বিনিয়োগকারীদের মাঝে বন্টন করে থাকি।

প্রজেক্ট এর মেয়াদ শেষ হবার ১০কার্যদিবসের মধ্যে বিনিয়োগকৃত টাকা লভ্যাংশ সহ আপনার প্রদত্ত ব্যংক একাউন্টে ট্রান্সফার করা হবে।

গরুর খাবার, চিকিৎসা, সকল প্রকার টিকা, যাতায়াত খরচ, বিদ্যুৎ-পানি-গ্যাস সহ সকল ইউটিলিটি খরচ, পরিচালনার খরচ, প্রচার-প্রচারণা ও বিপণন খরচ। উল্লেখ্য, স্থায়ী অবকাঠামোর সকল ব্যায় ন্যাচার রেঞ্চ এগ্রো বহন করবে।

বিগত চার বছর ধরে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। আল্লাহ তায়ালা’র অশেষ রহমতে এখন পর্যন্ত এমন কোন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়নি।  

ইনশাআল্লাহ্‌ আমরা সবসময় ফার্ম পরিচালনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে থাকি যাতে কোন ভুল বা গাফলতির কারনে বিনিয়োগকারীর টাকা ঝুঁকিতে না পড়ে। 

উপরন্তু আমরা যেহেতু জীবন্ত প্রানী নিয়ে কাজ করছি তাই এর জীবনের সুস্থতার নিশ্চয়তা মহান  আল্লাহতায়ালা ছাড়া কারো পক্ষে দেয়া সম্ভব নয়। 

আর মুদারাবা চুক্তিতে লাভ বন্টন হবে চুক্তি অনুপাতে, আর লোকসান বন্টন হবে পুঁজি অনুপাতে। তাই লাভ/লস দুইটাই হতে পারে। 

যেহেতু আমরা ব্যাচ ভিত্তিকভাবে কার্যক্রম পরিচালনা করছি আর সেখানে প্রতিটি শেয়ার অনুযায়ী হিসাব করা হয়, তাই গরু মারা গেলে বা কোন দুর্ঘটনা হলে সেটি পুরো ব্যাচের মধ্যেই সমবন্টন করে হিসাব করা হবে, তাই শেয়ার প্রতি ক্ষতির পরিমাণ তেমন প্রভাব ফেলবে নাহ।

বিগত বছরের আমাদের ডাটা

  •  কুরবানী ব্যাচ ২০২৫-এ আমরা সফলভাবে ১.১০ কোটি টাকা ফান্ড উত্তোলন করেছিলাম। আলহামদুলিল্লাহ্‌, আল্লাহর রহমতে আমরা ROI সহ বিনিয়োগকারীদের সকল অর্থ সময়মতো পরিশোধ (রিপেমেন্ট) করতে সক্ষম হয়েছি।
  •  মোট ৯৪টি গরু সফলভাবে বিক্রয় করা হয়েছে। আলহামদুলিল্লাহ্‌, ১০০% সোল্ড আউট।

ন্যাচার রেঞ্চ এগ্রোর শক্তিশালী দিক

  • উত্তর মতলব উপজেলার মনুরকান্দিতে ৩বিঘা জমির উপর ন্যাচার রেঞ্চ এগ্রোর মেইন ব্রাঞ্চ অবস্থিত যেখানে ১২০টি গরু লালনপালন করার সুযোগ রয়েছে।
  • চুয়াডাঙ্গা জেলার আলমডাঙা উপজেলাতে, আমাদের দ্বীতিয় ব্রাঞ্চ অবস্থিত সেখানেও ২৫টি গরু লালনপালন করার সুযোগ রয়েছে এবং আলমডাঙা ব্রাঞ্চ আমাদের কালেকশন হাব হিসেবে আমরা ব্যবহার করে থাকি।
  • আমাদের শক্তিশালী ব্যবস্থাপনা টিম রয়েছে এবং আমরা মালিকগণ নিজেরাই সরাসরি এ টু জেড ব্যবসায়িক কার্যক্রমে সম্পৃক্ত।
  • আমাদের দক্ষ কালেকশন টিম রয়েছে এবং আমরা নিজেরাই সরাসরি দেশের বিভিন্ন হাট থেকে বেছে বেছে কালেকশন করে থাকি, তাই পারচেজে আমরা কিছুটা হলেও সেভ করতে পারি।
  • আমাদের দক্ষ পরিচালনা টিমের কারনে আমরা খরচ কমানোর সর্বোচ্চ চেষ্টা করে থাকি।

প্রোজেক্ট ওভারভিউ

  • বিনিয়োগ করার পূর্বে সরেজমিনে ফার্ম পরিদর্শন করে আমাদের কার্যক্রম নিজ চোখে দেখার সুযোগ রয়েছে।
  • ইসলামি শরীয়াহ এর বিভিন্ন পদ্ধতি (মুদারাবা,মুশারাকা,মুরাবাহা ইত্যাদি) মেনে আমরা ব্যবসা পরিচালনা করে থাকি। 
  • বিনিয়োগকারী এবং ন্যাচার রেঞ্চের মধ্যে লিখিত চুক্তি সম্পাদন করা হবে।
  • লভ্যাংশ সহ বিনিয়োগকৃত টাকা মেয়াদশেষ হবার পর ১০ কার্যদিবসের মধ্যে বিনিয়োগকারীর প্রদত্ত একাউন্টে ট্রান্সফার করা হবে। 
  • আমাদের লেনদেনে সর্বোচ্চ স্বচ্ছতা পাবেন ইনশাআল্লাহ্‌ । 
  •  প্রতিশ্রুতি রক্ষায় আমরা বদ্ধপরিকর। 

 

বিস্তারিত জানতে বা কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ

Phone: +8801886745028 , +8801673848274

WhatsApp: +8801765333833, Email: natureranchagro@gmail.com

 

আল্লাহ সবার উপর রহমত বর্ষন করুন এবং আমাদের সবাইকে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুন (আমিন)।